Privacy Policy




প্রাণীরাজ্য ওয়েবসাইটের প্রাইভেসি পলিসিতে উল্লেখকৃত সকল নিয়ম ও শর্তসমুহ এর ওয়েবসাইটের ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে আমাদের শর্তসমুহ অবগত করে নিন। এজন্য আমাদের ডেস্ক্লেইমার পাতাটি মনোযোগ সহকারে পড়ুন। 

 

কুকিজ


আমাদের ওয়েবসাইট ব্যবহারের সময় আমরা ব্যবহারকারীর কাছ থেকে কুকি প্রেরণ করে থাকি। আমাদের সেবার মান উন্নয়ন, আপনার সার্চের বিষয়বস্তু নির্ধারণ এবং আপনার প্রাধান্য দেয়া বিষয়সমূহ আপনার কাছে উপস্থাপন করতে আমরা কুকিজ ব্যবহার করে থাকি।

 

 

গুগল সেবা


প্রাণীরাজ্য  ওয়েবসাইটের পরিসংখ্যান, ব্যবহারবিধি ও ওয়েবসাইটের প্রাসঙ্গিক তথ্য গুগল এনলিটিক্স এর সাথে বিভিন্ন সময় আদান প্রদান হয়ে থাকে। এই তথ্য ব্যবহার করে আপনাকে এককভাবে চিহ্নিত করা সম্ভব না। প্রতিমাসে সংগৃহীত এই তথ্যের ভিত্তিতে এই ব্লগের জনপ্রিয় বিষয়বস্তু ,বেশি সার্চ করা টপিকসমূহ ইত্যাদি নির্ধারণ করা হয়। এর জন্য গুগল এনালিটিক্স এর টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারেন।